টানা ভারী বৃষ্টির পর জলবন্দি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন উপকূলবর্তী এলাকার মানুষ।

টানা ভারী বৃষ্টির পর জলবন্দি দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন উপকূলবর্তী এলাকার মানুষ।

নিম্নচাপের জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টির পর সন্ধ্যা নাগাদ বৃষ্টির পরিমান বেড়ে যায় দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রাতভর অতি ভারী বৃষ্টি হয়েছে জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, এলাকাতে। সকালেও বৃষ্টির বিরাম নেই। আকাশ কালো মেঘে ঢাকা। বৃষ্টির সঙ্গে ঝড়ের দাপট আছে। জেলার উপকূলবর্তী এলাকায় ঝড়ের গতিবেগ বেশী। নীচু এলাকা ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। জেলার পুরসভা এলাকাগুলিও গতকাল থেকে জলমগ্ন। ইতিমধ্যে জলবন্দী হয়ে পড়েছেন জেলার বড় অংশের মানুষ। ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মিষ্টি জলের পুকুর বেশীরভাগ ডুবে গিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। আজও পরিস্থিতি ভয়াবহ থাকায় মৎস্যজীবীরা সমুদ্রে যেতে ইচ্ছুক না। গত দু’দিন জেলার স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 5 =