সব্জির দাম আকাশছোঁয়া,নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সবজি থেকে মাছ সমস্ত কিছুর দাম নিয়ন্ত্রণ করার জন্য এবার টাস্কফোর্সকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী।এদিন বৈঠকে তিনি বলেন,”কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে। এখন সবাই বাজারে যেতে ভয় পাচ্ছে।সুফল বাংলা স্টলে ১০-১৫ শতাংশ কমে পাওয়া যাচ্ছে। এতো সুবিধা দেওয়ার পরেও কেন দাম বাড়ছে ?মূল্যবৃদ্ধির দায় কেন্দ্রের উপর চাপিয়ে মমতা বলেন,’ভোটের পরেই দাম বাড়ছে, ইলেক্টরাল বন্ডের টাকা তুলছে। ‘পাশাপাশি মমতা বলেন,ফড়ে-রাজ বন্ধে টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা।আগামী ১০ দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণ করার সময়সীমা দিলেন টাস্ক ফোর্সকে মুখ্যমন্ত্রী।