টোকিও অলিম্পিক্সে প্রথম পদক জিতল ভারত।
টোকিও অলিম্পিকে রুপোর পদক জিতল ভারত।ভারত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু।এদিন মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন ভারতীয় ভারত্তোলক।এরপরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরাবাঈ চানু।যদিও ক্লিন অ্যান্ড জার্কে ১১৭ কেজি তোলার চেষ্টা করেছিলেন মীরাবাঈ চানু।কিন্তু ব্যর্থ হন তিনি।সোনার পদক না হলেও রুপোর পদক জয় নিশ্চিত করে ফেলেন তিনি। ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন চিনের হাউ ঝিহুই।২০১৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন মীরাবাঈ চানু। তারপর থেকেই অলিম্পিক্সে তাঁকে পদক জয়ের দৌড়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা।মীরাবাঈ চানু দেখিয়ে দিলেন, তাঁর ওপর ভরসা করে ভুল কিছু করেননি বিশেষজ্ঞরা।