টোটোর চাকা খুলে দুর্ঘটনা, জখম চালক সহ ২ যাত্রী, ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে
উড়ালপুলে টোটোর চাকা খুলে দুর্ঘটনা। জখম হয় চালক সহ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। জানা গেছে সোমবার সকালে শিলিগুড়ির একটি উড়ালপুলে চম্পাসারি থেকে এন জে পি গামী একটি টোটোর চাকা আচমকাই খুলে যায়। চাকা খোলার সঙ্গে সঙ্গেই টোটো চালক সহ যাত্রীরা গুরুতর জখম হন।আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।তাদের মধ্যে দুজন যাত্রীর আঘাত বেশি হওয়ায় তাদের নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপরতা দেখা যায় পুলিশের। তবে আচমকাই এই দুর্ঘটনার খবর পেয়ে আতঙ্কিত শহরবাসী।