টোটোর দৌরাতে মিনিবাস বন্ধ রেখে প্রতিবাদ মিনিবাস কর্মচারীদের।

টোটোর দৌরাতে মিনিবাস বন্ধ রেখে প্রতিবাদ মিনিবাস কর্মচারীদের।

জামুরিয়া থেকে আসানসোল, রানীগঞ্জ এবং উখড়া,হরিপুর রুটির সমস্ত গাড়ি বন্ধ হয়ে যাওয়ার ফলে বিপাকে যাত্রীরা।
বাস কর্মচারীদের অভিযোগ দীর্ঘ পাঁচ বছর ধরে তারা। অবৈধ টোটো গাড়ির জন্য তাদের ব্যবসায়র ক্ষতি হচ্ছে। মিনিবাস রুটের উপর দিয়ে টোটো যাত্রী তুলে নেওয়ায় তারা যাত্রী পাচ্ছেনা। প্রতিবাদ জানাতে গেলে তাদেরকে হুমকি ও মারধর করা হচ্ছে বলে অভিযোগ মিনিবাস চালক ও খালাসীদের। প্রশাসনকে বারবার বলা সত্ত্বে ও কোন লাভ হচ্ছে না। আজ সকালে জামুরিয়া থেকে দোমহানি যাওয়ার সময় প্রায় কুড়িজন যাত্রীকে টোটো চাপিয়ে নেয়। যার ফলে যাত্রীর অভাবে দীর্ঘদিন ধরে মিনিবাস ব্যবসা মার খাচ্ছে।
মিনি বাস কর্মী অশোক কুমার জানান,তাদেরকে প্রচুর পরিমাণ টাকা ইন্সুরেন্স ,রোড ট্যাক্স বাবদ গুনতে হয়। যাত্রী না থাকাই তারা মিনিবাস মালিকদের রোষের মুখে পড়ছেন। তাদের দাবি মিনি বাস স্ট্যান্ড থেকে ২০০ মিটার দূরে টোটো গাড়ি দাঁড় করাতে হবে। মূল রাস্তার উপর দিয়ে যাত্রী তুলতে পারবেন না টোটো চালকরা। তাদের এই দাবি প্রশাসন মানলে তবেই তারা মেনে বাস চালাবেন। নতুবা
আজ থেকে তারামিনিবাস চালাবার দায়িত্ব টোটো চালকরা নেক।
যাত্রীদের অভিযোগ এইভাবে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা সমস্যায় পড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + eight =