টোটো ও বাইক চালকের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ।
রণক্ষেত্র জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনি ও গোশালা মোড় এলাকায়।সেই গণ্ডগোল থামাতে এসে কোতোয়ালি থানার পুলিশ অফিসার মুকুল ইশোরকে ধারালো অস্ত্র দিয়ে কপালে কোপ মারার অভিযোগ উঠেছে তৃণমূল এসটি, এসসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস ও পাতকাটা গ্রাম পঞ্চায়েতে প্রধান প্রধান হেমব্রোমের বিরুদ্ধে। এরপর স্থানীয়রা ফের প্রধানকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচে প্রধান। গুরুতর অবস্থায় প্রধানকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে জখম পুলিশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের অভিযোগ করে বলেন, রাতে এক টোটো চালকের সঙ্গে বচসা বাঁধে পাড়ার এক ভাইয়ের। বিষয়টি নিয়ে মিমাংসা করতে গেলেই বিপত্তি।