টোটো ও বাইক চুরির চক্রে গ্রেফতার ৬।
উদ্ধার চুরি যাওয়া টোটো ও বাইক। মনোহারি দ্রব্য ফেরি করেই ক্রাইম করত দুষ্কৃতিকারীরা জানাচ্ছে পুলিশ।ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি, মেজিয়া,শালতোড়া ও ছাতনা এলাকায়। বেশ কয়েকদিন ধরেই টোটো এবং বাইক চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে।এরপরেই দুটি টোটো ও চারটি বাইক চুরির ঘটনার অভিযোগ আসতেই তদন্তে নামে পুলিশ।তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করে এই চুরির ঘটনায় বড়সড় একটা চক্র রয়েছে।তদন্তে বিভিন্ন সূত্র ধরে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থেকে নাসিম আনসারি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে উঠে আসে একের পর এক নাম। বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলা থেকে টোটো ও বাইক চুরি চক্রে মোট ৬ জনকে গ্রেফতার করে।এদের কাছ বাঁকুড়া জেলা থেকে চুরি যাওয়া ২ টি টোটো ও ৪টি বাইক সহ ১৪ টি টোটো ও ২০ টি বাইক উদ্ধার হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। মেজিয়া থানার পুলিশ সুপার জানান, এই চক্রের সাথে আর কারো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সুপার জানান, যে জায়গাকে চুরির টার্গেট করত দুষ্কৃতীরা, সেই জায়গাতে মনোহারি দ্রব্য বিক্রির নাম করে রেইকি করত।তাদের কাছে বিশেষ চাবি ছিল। উদ্ধার হওয়া টোটো ও বাইক মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।