ট্রাক চালক ও খালাসীদের বিক্ষোভ
কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্ট গত ৩রা সেপ্টেম্বর থেকে আজ অর্থাৎ বুধবার এখনো পর্যন্ত আউটসাইডার লেবার এবং ট্রাক চালক ও খালাসীরা
ধর্মঘট এবং গেটের সামনে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের মূলত দাবি বেতন বৃদ্ধি সহ বেশ কিছু সুযোগ-সুবিধা তাদের দিতে হবে। বার বার ট্রাক মালিকদের সঙ্গে বৈঠক করতে চাইলেও ট্রাক মালিকরা বৈঠক করছেন না বলে অভিযোগ তাদের, সেই কারণেই ট্রাক চালক খালাসী এবং আউটসাইডার লেবাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
কল্যাণী ইন্ডিয়ান অয়েল এর এই বটলিং প্লান্ট থেকে ইন্ডিয়ান গ্যাস উত্তর ২৪ পরগনা কিছু অংশ হুগলি মুর্শিদাবাদ ও নদিয়ার ডিলারদের কাছে গ্যাস সরবরাহ হয় ,এই ধর্মঘটের ফলে রান্নার গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।