দীর্ঘ ১২ বছরের অপেক্ষার ইতি হতে চলেছে। আজ শনিবার নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রেলের ট্রায়াল রান।
ট্রায়াল রানকে কেন্দ্রর করে বাইপাসের ওপর নবনির্মিত এই মেট্রো প্রকল্পে সাজো-সাজো রব। নিউ গড়িয়াকে রাজারহাট – নিউ টাউন হয়ে বিমানবন্দরের সঙ্গে জুড়তে মেট্রো প্রকল্প ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন পরে আংশিকভাবে আজ মেট্রো ছুটলো সেই লাইনে। আজ একটি নন এসি রেক ( 8N 16/18 ) ব্যবহার করে নবনির্মিত নিউ গড়িয়া স্টেশন থেকে রুবি পর্যন্ত ৫.৫ কিমি অংশে ট্রায়াল রান করে। গতি ছিলো ঘণ্টায় ২৫ কিলোমিটার। মাত্র ৯ দিন আগেই শহরের আরেক প্রান্ত – জোকা থেকে তারাতলা পর্যন্ত ট্রায়াল রান হয় মেট্রোর। যতো শিগ্রই সম্ভব এই দুটি লাইন যাত্রী-সাধারণের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা।
আপাতত নন এসি রেক ব্যবহার হলেও যাত্রী পরিষেবায় নতুন এসি রেক ব্যবহার হবে। তার মধ্যে চিন থেকে আনা অত্যাধুনিক Dalian রেক ব্যবহারের সম্ভাবনাই বেশি। ট্রায়াল রান দেখতে আজ বাইপাসে রাস্তার ধারে উৎসাহী মানুষের ভির ছিলো চোখে পড়ার মতো।