ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক বছর ৬৫ পৌড়ার।
আজ সকালে শালবনী থানার গোদাপিয়াশাল ও ভাদুতলা স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক বছর ৬৫ পৌড়ার। অজ্ঞাতপরিচয় ব্যক্তির এখনো পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। জানা যায় যে আপগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তি র , আপ ১৩৭ বাই ১৩ /১৪ আউটপোস্টে। এলাকাবাসী থেকে জানা যায় যে আপগামী রাচি এক্সপ্রেসে’ যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে বলে ।
