ট্যাবের টাকা না পাওয়ায় বিক্ষোভ পড়ুয়াদের।
রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হবে।ইতিমধ্যেই বেশ কয়েকজন পড়ুয়ারাদের একাউন্টে ঢুকেছে সেই টাকা।কিন্তু সেই টাকা না পেয়ে সোমবার মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুরিয়াপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল টিকরবাড়িয়া কাজী নজরুল হাই স্কুলের উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা।স্কুল ছাত্রছাত্রীদের অভিযোগ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন উচ্চমাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের প্রত্যেকের ব্যাংক একাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। সেই টাকা বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা পেলেও তাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের একাউন্টে টাকা আসেনি।সেই কারণে তাদের এই বিক্ষোভ।বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর বিডিও এবং পুলিশের আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়।খুব তাড়াতাড়ি যাতে ছাত্র ছাত্রীদের ব্যাংক একাউন্টে টাকা জমা করা হয় সেই আশ্বাস দিলেন বিডিও শোভন দাস।