ডাকাতিতে বাধা দেওয়ায় বাড়ির মহিলাকে খুনের চেষ্টা।
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত রাওতাড়া গ্রামের বিশ্বাস পাড়া এলাকায় ঘটনা।পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১০:৩০ মিনিট নাগাদ রাতের খাওয়া-দাওয়া শেষ করে ঘরের ভিতরে বসে পরিবারের সাথে কথা বলছিলেন বছর ৪২ এর মহিলা নাজমুন নাহার।এরপরে ঘরের ভিতরে আচমকাই ঢুকে পড়ে এক ব্যক্তি। ঘরের বাইরে দাঁড়িয়েছিল কয়েক জন দুষ্কৃতী।তার হাতে ছিল ধারালো অস্ত্র।ওই দুস্কৃতির দল চিৎকার করতে বারণ করে নাজমুনকে।কিন্তু মহিলা অস্ত্র দেখে ভয়ে চিৎকার করতে শুরু করেন। তখন ওই দুষ্কৃতী নিজেকে বাঁচানোর জন্য ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। কোনোরকমে নিজেকে বাঁচানোর জন্য হাত দিয়ে আটকাতে যান মহিলা।তখন তার হাতে লাগে ধারালো অস্ত্রটি। স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে। কিন্তু ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায় ওই দুষ্কৃতী।স্থানীয়রা নাজমুলকে তড়িঘড়ি বারাসত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কলকাতায় স্থানান্তরিত করেন। মুখোশ পরা থাকায় দুষ্কৃতীকে চিনতে পারেননি এমনটাই দাবি পরিবারের সদস্যদের।তড়িঘড়ি খবর দেওয়া হয় হাবড়া থানায়।হাবরা থানার পুলিশ ঘটনার সম্পূর্ণ বিবরণ শুনে তদন্ত শুরু করেছে।এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।