ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
এদিন নওদা থানার জগাইপুর সমবায় ব্যাংক সংলগ্ন রাজ্য সড়কের পাশে একটি গাড়ি দাড়িয়ে থাকতে সন্দেহ হয় পুলিশের। পুলিশ ওই গাড়িটি আটক করে তল্লাশি শুরু করে। ঐ গাড়িতে একটি দেশী পিস্তল, এক রাউন্ড গুলি ,একটি হাতুড়ি, একটি ভোজালি উদ্ধার হয়। ওই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ বহরমপুর আদালতে তোলা হল ।ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা বলে মনে করা হচ্ছে। যে গাড়িটি আটক করা হয়েছে সেটি হরিয়ানার গাড়ি বলে জানা গেছে। ঠিক কি কারণে ওই গাড়ি আনা হয়েছিল তার তদন্ত শুরু হয়েছে। ধৃত ৫ জনের বাড়ি নওদা থানার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
