ধূপগুড়ি থানার পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির ছক।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন ব্যক্তি ধূপগুড়ি ফুলতলি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে।গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধূপগুড়ি থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ফুলতলি এলাকায় জড়ো হওয়া আটজনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আটজনের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।পুলিশের অভিযান বুঝতে পেরে তিন জন ঘটনাস্থল থেকে চম্পট দেয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম সাবুল আলম(২৩),মিঠু রায়(২৪),উজ্জ্বল মন্ডল(২৪),রবীন রায় এবং পরিতোষ রায়(৪১)।ধৃতদের মধ্যে তিন জন ধূপগুড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার এবং ২ জন পুরসভা এলাকার বাসিন্দা।পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।