ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশী। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সাহাদাত হোসেনকে। মহম্মদ সাহাদাত হোসেনকে গতকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাহাদত হোসেন ২০২০ সালে ভারতে আসেন টুরিস্ট ভিসায় । তিন মাসের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভারতেই থেকে যায়। ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকত সাহাদাত হোসেন। বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় পার্সপোট। স্থানীয় এলাকাবাসীদের দাবি বহুদিন ধরেই তারা প্রশাসন কে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গসহ ডানকুনি সংলগ্ন এলাকায় আরও একাধিক বাংলাদেশী সেখানে বসবাস করে বলে দাবি। সেখানকার স্থানীয়রা বলেন ভাড়া দিতে হলেই সম্পূর্ণ নথিপত্য দেখে তবেই ভাড়া দেওয়া উচিত।