ডানকুনিতে ভীড় ট্রেন থেকে পরে আহত যাত্রীর মৃত‍্যু।

করোণা সংক্রমণ রুখতে সরকারের তরফ থেকে ট্রেনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। আর সেই ট্রেন ধরতে গিয়ে মৃত্যু হল এক রেল যাত্রীর।ভীড় ট্রেন থেকে পড়ে মৃত‍্যু হল এক রেল যাত্রীর।ডানকুনি থেকে খড়গপুর যাওয়ার পথে ডানকুনি ও বেলানগরের মাঝে ট্রেন থেকে পড়ে আহত হন এক যাত্রী।আহত যাত্রীর নাম চন্দন প্রচন্ড (৫৫)।তার বাড়ি মেদিনীপুরের চন্দ্রকোনায়।পরিবার সুত্রে জানা গেছে, ডানকুনিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি।এদিন সকালে বাড়ি ফেরার জন্য ডানকুনি থেকে ট্রেন ধরেন চন্দন বাবু।দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ট্রেন এলে তাতে উঠেও পরেন।প্রচন্ড ভীড় থাকায় ট্রেনের দরজাতে ঝুলতে ঝুলতে কিছুটা যেতেই ডানকুনী-বেলানগরের মাঝামাঝি হাজিপাড়া রেল ক্রসিং এর কাছে ভীড়ের চাপে পরে যান তিনি।তরিঘড়ি তাকে জিআরপি সহ যাত্রীরা প্রথমে উত্তরপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতা আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই মৃত্যু হল ওই যাত্রীর।ট্রেনের প্রচন্ড ভীড়কেই মৃত‍্যুর জ‍ন‍্য দায়ী করছে মৃতের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − eight =