ডানলপ মোড় অঞ্চল থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ।

ডানলপ মোড় অঞ্চল থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ।

বরানগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডানলপ মোড় অঞ্চল থেকে আনুমানিক একশোটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে।এই কচ্ছপগুলি নিয়ে যাওয়ার সময় তিন মহিলা সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রে জানা গেছে, এই চারজন উত্তর প্রদেশের বাসিন্দা রমেশ কানঞ্জার (৩৫), নেহা কানঞ্জার (১৮) ,কিশোর কানঞ্জার (৩৪), কাজল সিং (২৫)। ধৃতরা হাওড়া স্টেশনে নেমে দুটো ভাড়া করা গাড়ি নিয়ে ডানলপে আসতেই বরানগর থানার পুলিশ সুত্র অনুযায়ী তল্লাশি চালায় গাড়ি গুলিতে।সেখান থেকে উদ্ধার হয় আনুমানিক একশোটি কচ্ছপ।শুক্রবার ধৃতদের পাঠানো হয়। উদ্ধার করা কচ্ছপগুলি তুলে দেওয়া হয় বনদপ্তরে।ইতিমধ‍্যেই আটক করা হয়েছে গাড়ি দুটো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − nine =