ডিওয়াইএফআই এর মিছিলে পুলিশের লাঠির আঘাতে জখম বহু ডিওয়াইএফআই কর্মী
একাধিক দাবিকে সামনে রেখে জেলাশাসকের দফতর অভিযানে গিয়ে পুলিশের লাঠির মুখে পড়তে হলো যুবক যুবতীদের। ঝরলো রক্ত, পুলিশের আক্রমনে আক্রান্ত একাধিক। বৃহস্পতিবার পুলিশের এই বর্বোরোচিত আক্রমণের ছবি দেখল কোচবিহার। কোচবিহারে ভারী শিল্প স্থাপন, কর্মসংস্থান, কোচবিহার ২ নং ব্লকের চকচকাশিল্প বিকাশ কেন্দ্রের অধিকৃত জমিতে অবিলম্বে জুট পার্ক স্থাপন, দ্রুততার সাথে কোচবিহারে বিমান পরিষেবা চালু, এসএসসি এবং পিএসসির মাধ্যমে নিয়োগ, এসএসসি দুর্নীতিগ্রস্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন কোচবিহার জেলা শাসকের কার্যালয় অভিযানে সামিল হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। এই কর্মসূচির নেতৃত্ব দেন ডিওয়াইএফআই কোচবিহার জেলা সভাপতি শম্ভু চৌধুরী, সম্পাদক সুধাংশ প্রামানিক, শুভ্রালোক দাস, অনির্বাণ রায়, অভিষেক ভট্টাচার্য প্রমূখ। এদিন সংগঠনের কোচবিহার জেলা সদর দপ্তরের সামনে থেকে যুব ফেডারেশনের এক বিশাল মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তার পরিক্রমা করে সমবেত হয় জেলাশাসকের দপ্তরে। মিছিলটি শান্তিপূর্ণ উপায়ে জেলাশাসকের দপ্তরে প্রবেশ করতে গেলে এদিন যুব ফেডারেশন কর্মী-সমর্থকদের পথ আটকায় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এদিন জেলাশাসকের দপ্তরে ঢুকতে সমর্থ হন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। শুরু হয় পুলিশের সাথে ধ্বস্থাধস্থি। এরপরই পুলিশ বেধড়ক লাঠচার্জ করে মিছিলের ওপর। পুলিশের লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী। আহতদের মধ্যে মনিরুল মিঞা ও হাবিবুর রহমান নামে দুজন যুব নেতার আঘাত গুরুতর। তারা বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।