ডিস্ট্রিক্ট ইনফসেমেন্ট ব্রাঞ্চ এবং বারাসাত থানার যৌথ উদ্যোগে, মাক্স না পড়লে কেস রুজু করা হচ্ছে,
এখনো পর্য ৩০ জনের মত পথচলতি মানুষের অপর মামলা দায়ের করেছে পুলিশ।এই সপ্তাহে একই রকম ভাবে তিনদিন আংশিক লকডাউন চলবে বারাসাত এলাকায়।তবে গত সপ্তাহের লকডাউন এর তুলনায় এবার একটু শিথিলতা রয়েছে। বিশেষ করে দোকানগুলোর ক্ষেত্রে। দোকানগুলো খোলা থাকলেও সবজি বাজার মাছ বাজার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এই আংশিক লকডাউনের দিনে । একদিকে যেমন আংশিক লকডাউন চলছে অন্যদিকে পুলিশের ধরপাকড় চলছে যেহেতু যশোর রোড এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণরূপে খোলা থাকছে । এই রাস্তার উপরে অসংখ্য মানুষ জনে যাতায়াত রয়েছে সেখানে মাস্ক ছাড়া কোন মানুষ যাতায়াত করলে তাদেরকে পুলিশের তরফ থেকে ধরে লকডাউন লংঘন করা মামলা করা হচ্ছে ।