ডুয়ার্সের পর্যটন কেন্দ্রে কোভিড বিধিনিষেধ শিথিল করার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন

করোনার জেরে ফের বন্ধ হয়ে গেছে ডুয়ার্সের পর্যটন কেন্দ্র গুলি ,যার জেরে চরম অনিশ্চয়তার মুখে ডুয়ার্সের পর্যটন ব্যবসা। করোনার কারণে পর্যটন কেন্দ্রগুলোতে জারি হয়েছে বিধি নিষেধ তাই পর্যটনের সাথে যুক্ত ব্যবসায়ী ও কর্মীরা হতাশ হয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে জলপাইগুড়ি জেলা শাসক মারফত আবেদন জানালেন। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসুর হাতে একটি দাবি পত্র তুলে দেয়”ডুয়ার্স হুইল ইউনিট” নামক সংগঠন।গত ৩ রা জানুয়ারি থেকে সরকারি নির্দেশ অনুসারে ডুয়ার্সের গরুমারা,লাটাগুড়ি ,মূর্তি সহ সকল পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যায়।এর জেরে হতাশ ডুয়ার্সের পর্যটনের সাথে যুক্ত কর্মীরা।তাদের দাবি, করোনার কারণে গত দু’বছর ধরে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত।
মুখ্যমন্ত্রী যেহেতু বিভিন্ন স্থানে ৫০ শতাংশ মানুষ নিয়ে কাজ করার অনুমতি দিয়েছে, তেমনি জঙ্গল এবং রিসোর্ট গুলিতে যাতে এই ধরনের আইন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 4 =