ডুয়ার্সের ভারী বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক বাড়ি
বিগত কয়েকদিন ধরে ডুয়ার্স জুড়ে চলছে ভারী বৃষ্টি। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ডুয়ার্সের গয়েরকাটার হিন্দু পাড়া এলাকা। রাস্তার উপর বইছে হাঁটু জল, জল ঢুকে পড়েছি রান্নাঘর ও শোয়ার ঘরে ।দেখে বোঝার উপায় নেই কোথায় রাস্তা কোথায় বাড়ি। হিন্দু পাড়া এলাকার প্রায় ৩০-৩৫ টি বাড়ি বর্তমানে জলমগ্ন ফলে চরম সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা। রান্নাঘর জলে ডুবে থাকায় বেশিরভাগ বাড়িতে জ্বলেনি উনুন। এলাকা বাসিন্দারা জানিয়েছেন, এলাকার নিকাশি ব্যাবস্থা বেহাল। প্রতিবছর এই সমস্যা দেখা দেয়।তাদের অভিযোগ, এখনো পর্যন্ত দেখা পাওয়া যায়নি প্রশাসনের কর্তাদের। পাশাপাশি জল জমেছে বানারহাট ব্লকের একাধিক এলাকায়। এবিষয়ে বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী বলেন,গতকাল সারারাত বানারহাট ব্লকের জলমগ্ন এলাকা পরিদর্শন করেছি। পরিস্থিতি মোকাবিলার জন্য ইতিমধ্যেই ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করা হয়েছে। আমরা দুর্গত মানুষের পাশে রয়েছি। কিন্তু এই মুহূর্তে বিজেপি সাংসদ ও বিধায়কের এলাকায় দেখা নেই। হওয়া অফিস সূত্রে খবর, আরো কয়েকদিন বৃষ্টি চলবে ডুয়ার্সে। ইতিমধ্যেই ডুয়ার্সের তিস্তা ,জল ঢাকা সহ বেশকিছু নদীর জল স্তর বৃদ্ধি পেয়েছে। তিস্তা ও জলঢাকা নদীতে জারি করা হয়েছে হলুদ সংকেত।