ডুয়ার্সের মরাঘাট মোড় থেকে ভুটান সীমান্তবর্তী সড়কের উদ্বোধন করলেন রাজনাথ সিং

ডুয়ার্সের মরাঘাট মোড় থেকে ভুটান সীমান্তবর্তী সড়কের উদ্বোধন করলেন রাজনাথ সিং

মঙ্গলবার দুপুরে ডুয়ার্সের মরাঘাট মোড় থেকে ভুটান সীমান্তবর্তী চামূর্চি পর্যন্ত সড়ক ১৬ কিলোমিটার রাস্তার ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছিলো সাধারণ মানুষ।বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে এই রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা, নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুনা ভাংরা,সহ বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরা। প্রতিবছর বর্ষায় এই রাস্তায় জল জমে রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়ে থাকে। যা চলাচল অযোগ্য ছিল। এই সড়ক ধরেই আন্তর্জাতিক সীমান্ত,ভারত ভূটান সীমান্ত পৌছানো যায়। মরাঘাট মোড় এলাকায় অনুষ্ঠানে ফলক উন্মোচন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + twelve =