বৃহস্পতিবার সকালে ডুয়ার্সের মাল ব্লকের মানাবাড়ি চা বাগানে চিতা বাঘের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এদিন শ্রমিকেরা যখন মানাবাড়ি চাবাগানের ১৩ নাম্বার সেকশনে কাজ করছিলেন সেই সময় আশেপাশে পচা দুর্গন্ধ পায় শ্রমিকরা। এরপর কাছে গিয়ে শ্রমিকেরা দেখে চা বাগানের নালার মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে একটি চিতাবাঘ। এর পর বাগানের ম্যানেজার কে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থেকে ওয়াল্ড লাইফের আধিকারিক ও বনকর্মীরা ।এর চিতা বাঘের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বন কর্মীরা। চিতাবাঘ টি সম্ভবত তিন চার দিন আগে মারা গেছে বলে বন কর্মীদের অনুমান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি পুর্নবয়স্ক স্ত্রী চিতাবাঘের। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।
Home  Uncategorized
