ডুয়ার্সে লোকালয়ে ফের ভালুক উদ্ধার
বেশ কিছুদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভালুকের আতঙ্ক ছড়িয়েছে। বেশ কিছু জায়গায় দেখা মিলেছে ভালুকের। রবিবার ভালুকের দেখা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্স জুড়ে।এদিন জলপাইগুড়ির বানারহাট ব্লকের দুরামারি চানাডিপা এলাকায় ধরা পরল ভাল্লুক শাবক। যা নিয়ে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় এলাকায় ।জনাগিয়েছে এদিন বিকেলে চানাডিপা এলাকায় ভালুক দেখতে পায় স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা।বন দপ্তর সুত্রে খবর, চিকিৎসার জন্য মাঝ বয়েসী ভালুকটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
