ডেউচাপাঁচামিতে বিজেপি নেতা রাজু ব্যানার্জিকে কালো পতাকা, গোব্যাক শ্লোগান।

 

বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জিকে গোব্যাক শ্লোগান তুলে কালো পতাকা দেখলো স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি বীরভূমের দেউচাগ্রামের।দেউচাপাঁচামি এলাকায় কয়লাখনি করার কথা ঘোষনা করেছে রাজ্য সরকার। সেই এলাকায় এদিন আসেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি।বিজেপির প্রতিনিধিদলের এই পর্যবেক্ষণকে ঘিরে ইতিমধ্যেই মহঃ বাজার ব্লক এলাকায় শুরু হয় উত্তেজনা। রাজু ব্যানার্জি সহ বিজেপির একটি প্রতিনিধিদল দেউচা মোড়ের কাছে পৌঁছালে তাদের কালো পতাকা দেখানো হয় এবং তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। যদিও ঘটনাস্থলে গিয়ে মহম্মদবাজার থানার পুলিশ গ্রামবাসীদের শান্ত করেন।এরপর রাজু ব্যানার্জীর গাড়ি দেউচা এলাকায় প্রবেশ করে।দেউচাপাচামি কয়লা খনি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একগুচ্ছ পূনর্বাসনের প্যাকেজ ঘোষণা করেছেন। সেই প্যাকেজ ঘোষণার পর এই কয়লা খনি শিল্প তৈরি হওয়া নিয়ে নতুন করে তৈরি হয়েছে আশার আলো। আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে নানান বিতর্ক। এমত অবস্থায় বৃহস্পতিবার এই এলাকা পরিদর্শনে আসে বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপির সেই প্রতিনিধি দলে রয়েছেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব কুমার সাহা সহ বিজেপির জেলার বিভিন্ন নেতৃত্ব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − thirteen =