সাথে সাথে রাজ্যজুড়ে ডেঙ্গি নিয়ে চলছে নানান আলোচনা সভা ও। ডেঙ্গি রুখতে সরকার নানান পদক্ষেপ নিয়েছেন ।জায়গায় জায়গায় ছড়ানো হচ্ছে কীটনাশক।
তবে ব্যতিক্রম পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারডিহি গ্রামের বেশ কিছু জায়গায়। জমা জলে বংশবৃদ্ধি হচ্ছে মশার। এই মশা যে ডেঙ্গির মশা কিনা অজানা সবার।তবে ডেঙ্গির মশা হলে কতটা বিপজ্জনক হতে পারে সেটা নিয়েই আতঙ্কে স্থানীয়রা । স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন ,নবগ্রাম পঞ্চায়েতের তরফে কোন উদ্যোগ নেই ডেঙ্গি প্রতিরোধে । ছড়ানো হয় না কোন রকমের কীটনাশক। তাই টঙ্গীর আতঙ্ক নিয়েই বাস করতে বাধ্য এলাকার বাসিন্দারা । যদিও এই ব্যাপারে তৃণমূলের নবগ্রাম অঞ্চল সভাপতি খোকন মন্ডল জানান, পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন জায়গায় ডেঙ্গি প্রতিরোধে কর্মসূচি নেওয়া হয়েছে । ছড়ানো হচ্ছে কীটনাশক।এবং খুব শীঘ্রই কুমারডিহি গ্রামের বিশেষ জায়গাগুলিতে যেখানে জমা জলে মশার বংশবৃদ্ধি হয়েছে সেই সব জায়গায় ছড়ানো হবে কীটনাশক। তিনি জনগণের উদ্দেশ্যে এও বলেন যে” নিজেরা সতর্ক থাকুন জমা জল বাড়ির আশেপাশের রাখবেন না, মশারি টাঙান সুস্থ থাকুন”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =