ডেঙ্গু দমনে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি

মশা বাহিত রোগ মোকাবিলায় “ডেঙ্গু বিজয় অভিযানের” উদ্যোগ গ্রহণ করল ইংরেজ বাজার পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন সকাল সাড়ে নটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রেশম সুতা কাটার প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থিত বদ্ধ জলাশয়ে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি দিয়ে শুরু হল পৌরসভার “ডেঙ্গু বিজয় অভিযান”।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইংরেজ বাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী মহাশয়, স্বাস্থ্য দপ্তরের ডেপুটি CMOH-৩ অমিতাভ মন্ডল, পৌরসভার চার কাউন্সিলর শুভময় বসু, সন্ধ্যা দাস, গৌতম চৌধুরী, কাকলি কর্মকার সহ অন্যান্য অতিথি।
পাশাপাশি কর্তৃপক্ষরা জানান, মশা যাতে কোনো ভাবে না বাড়ে সেই উদ্দেশ্যে ইংরেজ বাজার শহরের ১৪ থেকে ১৫টি জায়গায় জলাশয় বা ড্রেনে এই গাপ্পি মাছ ছাড়া হবে। মশার লার্ভা গাপ্পি মাছের প্রধান খাদ্য। তাই লার্ভা খেলে মশার আবির্ভাব অনেকটাই কম হবে। সেই উদ্দেশ্যেই পৌরসভার এই কর্মসূচি। মালদা জেলায় এখনো ডেঙ্গুতে আক্রান্তের ঘটনা ঘটেই চলেছে। আগামী দিনেও যাতে মশা বাহিত রোগ ডেঙ্গুর আবির্ভাব না ঘটে সেই উদ্দেশ্যে পৌরসভা ও স্বাস্থ্য দপ্তরের এই অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =