ডোমকলে সাতসকালে বাস ও ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু গাড়ি চালকের, আহত ১০।
মুর্শিদাবাদের ডোমকলে সাতসকালে পথ দুর্ঘটনা। আহতদের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ডোমকল থানার হারুরপাড়া রাজ্য সড়কে।রবিবার সকালে ডোমকল থেকে একটি বেসরকারি বাস বহরমপুরের দিকে আসছিল। উল্টো দিক থেকে একটি ছোট ট্রাক সেই সময় ওই রাস্তা ধরেই যাচ্ছিল। সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ওই ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মৃত্যু হয় ট্রাক চালকের। পুলিশ জানিয়েছে, ওই গাড়ি চালকের বাড়ি মালদায়।আনারুল হক নামে ওই গাড়ি চালকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।অন্যদিকে, আহত যাত্রীদের স্থানীয় মানুষ ও ডোমকল থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।ডোমকল-বহরমপুরের ওই রাজ্য সড়কের বেহাল দশার কারণে ওই পথদুর্ঘটনা বলে দাবি করেছেন এলাকাবাসীরা।