ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপড়েনের আবহেই ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দুই বাংলাই এখন আন্দোলিত। এরই মধ্যে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকালে বিশেষ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিক্রম। এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার পর এই প্রথম দিল্লি এবং ঢাকার মধ্যে কূটনৈতিক স্তরে বৈঠক হবে। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কৌতুহল জন্ম নিয়েছে দু’দেশেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − ten =