তমলুক জেলা আদালতের নতুন ভবনের উদ্বোধনের হলেও আইনজীবীদের বসার জায়গা নেই,প্রতিবাদে জেলাজুড়ে তিন দিনের কর্ম বিরতির ডাক আইনজীবীদের।

তমলুক জেলা আদালতের নতুন ভবনের উদ্বোধনের হলেও আইনজীবীদের বসার জায়গা নেই,প্রতিবাদে জেলাজুড়ে তিন দিনের কর্ম বিরতির ডাক আইনজীবীদের।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কোর্টের নতুন ভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়।এর পরেই আইনজীবিদের বসার জায়গা নিয়ে সমস্যা দেখা দেয়। কারণ আদালতের নতুন ভবন হলেও আইনজীবীদের জন্য কোনো বসার জায়গার ব্যবস্থা করা হয়নি।আইনজীবীরা নতুনভাবে অস্থায়ীভাবে বসার জায়গা করলে জেলা জর্জ গোপাল কর্মকার নিজে গিয়ে সমস্ত চেয়ার টেবিল সরিয়ে দেন।এমন কি বেশকিছু অস্থায়ী সেরেস্তা ভেঙে দেয় এমনটাই অভিযোগ আইনজীবীদের। যার ফলে ক্ষুব্দ হয় আইনজীবীরা।এরপর বুধবার সকাল থেকেই আইনজীবীরা তমলুক কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করে এবং তিন দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত কর্ম বিরতির ডাক দেন। তমলুক জেলা আদালতের পাশাপাশি হলদিয়া আদালত এবং কাঁথি আদালতের আইনজীবীরাও কর্মবিরতি পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 1 =