গোপন সূত্রে অভিযান চালিয়ে শোভানগর স্ট্যান্ড থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদহের ইংরেজ বাজার থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ধৃত দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ। শনিবার ধৃতকে মালদা আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ রুবেল বাড়ি মানিকচক থানার জালালপুর এলাকায়। এদিন গভীর রাতে এসে বেআইনি আগ্নেয়াস্ত্র কার্তুজ গুলি অন্য কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল অভিযুক্ত ওই যুবকের। কিন্তু তার আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং ওই দুষ্কৃতীকে হাতে ধরে ফেলে। এই আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − four =