তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের অঙ্গদপুর রাতুরিয়া এলাকায়
বুধবার সকালে তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। দুর্গাপুরের অঙ্গদপুর রাতুরিয়া শিল্প তালুকের একটি বন্ধ কারখানার ভেতর থেকে ব্যাগভর্তি বোমা পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। এলাকায় বোমা উদ্ধারের খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বোমা উদ্ধারের ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছেছে কোক ওভেন থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে দেয়। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে।
