তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদে।
বছরের শেষদিনে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শেরপুর গ্রামে মাঠের ধারের ঝোপ থেকে ২৬ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার জেলার বোম্ব ডিস্পোজাল স্কোয়াড মাঠের মাঝেই বোমা গুলি নিস্কৃয় করে। মোট তিনটি কন্টেনারে বোমাগুলি মজুত ছিল।ঘটনার জেরে এদিন দুপুর পর্যন্ত গ্রেফতারের কোনও খবর নেই।তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখতে ঘটনার তদন্তে নেমেছে ভরতপুর থানার পুলিশ।তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।তবে এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পুলিশ।গ্রামের মানুষের কাছে থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।