তাজা বোমা উদ্ধার হল ডোমকলে।
শনিবার ২২ টি সকেট বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোনা মাঠ এলাকার শিয়ালমারী নদির ধারে। শনিবার বোমাগুলি উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। ওই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, গত ৩০ শে জুন ডোমকলের বাবলাবোনা মাঠপাড়া এলাকায় শালিসি সভায় গুলি চলে। তাতে মৃত্যু হয় মেহেদিপাড়ার আফজাল হোসেন নামের এক ব্যাক্তির। ঘটনার পরে ঐ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাছাড়াও এলাকায় চলে পুলিশি টহল। তারপরেই শনিবার সকালে বাবলাবোনা এলাকার মাঠের দিকে শিয়ালমারী নদির ধার থেকে ২২ টি সকেট বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় গন্ডগোলের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম ডিষ্পোজাল ষ্কোয়ার্ডকে।
