তারকনগর হল্ট স্টেশনে রেললাইনে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ ।
নদীয়ার কৃষ্ণগঞ্জের গেলে রানাঘাটের লাইনে তারক নগর হল্ট স্টেশনে রেললাইনের কোন গেট নেই । সেখানে এলাকাবাসীরা বাঁশের গেট বানিয়ে সাধারণ মানুষের সুবিধা করে দেন কিন্তু রেল কর্তৃপক্ষ এই যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে ।তার প্রতিবাদে মতুয়া সম্প্রদায় মানুষেরা রেল অবরোধ। করেছে । তাদের দাবি অবিলম্বে এই যাতায়াতের রাস্তা খুলে দিতে হবে । ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ ।