তারকেশ্বরে দোকানের ভিতরে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার চাঁপা ডাঙ্গা এলাকায়। মৃতের নাম সুবত্র মন্ডল,বয়স আনুমানিক ৬০। জানা গেছে সুব্রতর জামাইয়ের একটি মুদিখান দোকান আছে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায়।গত কয়েক বছর ধরেই রাতে দোকান বন্ধের পর ওই দোকানেই শুতেন। প্রতি দিনের মতই গতকাল রাতেও তিনি দোকানে ছিলেন। আজ সকালে বাড়ি ফিরতে দেরি হচ্ছে দোকানে যান মৃতের আত্মীয়রা।দোকান খোলাই ছিল, দোকানের ভিতরে ঢুকে দেখে সুব্রত বাবুর রক্তাক্ত মৃত দেহ দেখতে পান।মাথা ও শরীর ক্ষতবিক্ষত অবস্থায় পরে ছিল।দোকানের ভীতর জমাট রক্ত। খবর দেওয়া হয় তারকেশ্বর থানায় । পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে অনুমান দোকানে চুরি করতে এসে বাঁধা পেয়ে সুব্রতকে খুন করেছে দুষ্কৃতীরা।তবে এই খুনের ঘটনায় অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।