তারকেশ্বর থেকে হাওড়া যাবার সমস্ত আপ ডাউন ট্রেন বন্ধ থাকবে।
আজ রাত দশটা পঁয়তাল্লিশ থেকে আগামী কাল দুপুর একটা পঁচিশ পযন্ত তারকেশ্বর থেকে হাওড়া এবং হাওড়া থেকে ঘোঘাট সমস্ত আপ ডাউন ট্রেন চলাচল বন্ধ থাকবে জানালো রেল। তারকেশ্বর ও লোকনাথ স্টেশনের মাঝখানে বহু দিনের পুরানো একটি স্মল ক্যালভ্যাট বিপদজনক অবস্থায় ছিল সেই স্মল ক্যালভ্যাটটি আধুনিকীকরণ করে তৈরি করা হচ্ছে লিমিটেড হাইট সাবওয়ে। ইতি মধ্যেই প্রাথমিক ভাবে সকাল থেকে কাজ শুরু হয়ে গিয়েছে রাত থেকে শুরু পূর্ণাঙ্গ কাজ। যার ফলেই ট্রেন চলাচলের বন্ধের সিদ্ধান্ত রেলের ।অন্যদিকে আগামী কাল জামাই ষষ্টি ফলে বিপাকে পড়বেন সাধারণ মানুষ যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে আগামী কাল সকালে হরিপাল থেকে হাওড়া পযন্ত মাত্র তিনটি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে।।