বিগত ৫ই জুন ২০২৪ বুধবার ফলহারিণী অমাবস্যার এই বিশেষ দিনে তারাপীঠ মহাশ্মশানে ড: রামনাথ অঘোর আখড়া চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং মধ্যাহ্নে সাধু ভাণ্ডারা ও দরিদ্র নারায়ণ সেবা অনুষ্ঠিত হয়। সন্ন্যাসী এবং দুঃস্থ মানুষ মিলিয়ে ভাণ্ডারায় প্রায় সাতশো জনের আয়োজন ছিল।এছাড়াও সন্ধ্যায় অগণিত ভক্তদের জন্য পোলাও ভোগ প্রসাদ বিতরণ এবং রাতে মহাযজ্ঞানুষ্ঠান শেষে সাধু-সন্ন্যাসী ও ভক্তরা মা তারার কাছে নিবেদিত বলির প্রসাদ এবং অন্নগ্রহণ করেন।
এই সংস্থার মূল উদ্দেশ্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবসেবা, বিশেষ করে যাঁরা গৃহত্যাগী সন্ন্যাসী তাদের খাদ্যের পাশাপাশি তাঁরা অসুস্থ হলে প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসার প্রয়োজন, এমনটাই মনে করেন ডঃ রামনাথ অঘোর আখড়ার প্রতিষ্ঠাতা সমীরনাথ অঘোরী মহারাজ। ”জীব-সেবাই শিব-সেবা” ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের এই বাণীকে সামনে রেখে মহারাজ নিজেই করোনা মহামারীর সময় থেকেই কয়েকজন সন্ন্যাসী এবং ভক্তদের নিয়ে সেই দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন।