ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কৃষ্ণমাটি এলাকায়। জানা যায় গত ১৩ ই আগস্ট রাত থেকে কৃষ্ণ মাটি এলাকার রনি হালদার নামে ওই কিশোর নিখোঁজ হয়ে যায়। অভিযোগ উঠেছিল গ্রামের এক ব্যক্তি ওই কিশোরকে ১৩ ই আগস্ট রাত্রে নিজের বাড়িতে খুন করার পর ভাগীরথী নদীতে ফেলে দিয়েছেন। গ্রামের এক প্রত্যক্ষদর্শী সোমবার দুপুরে বিষয়টি বলতেই ক্ষিপ্ত হয়ে যায় এলাকাবাসীরা। অভিযুক্ত রিন্টু বিশ্বাসের বাড়ি ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে ছুটে আসে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। রনি হালদার(১৪) নামে ওই কিশোরকে নদীতে খুঁজতে ডুবুরি নামিয়েও পাওয়া যায়নি। এলাকাবাসীদের দাবি রিন্টু বিশ্বাস নামে এলাকার এক ব্যক্তি রনিকে শ্বাসরোধ করে খুন করে ভাগীরথি নদীতে ফেলে দিয়েছে। অভিযুক্ত রিন্টু বিশ্বাসকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। অবশেষে বুধবার ভোরবেলায় বাড়ির অনতিদূরে ওই কিশোরের মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করল। তবে ঠিক কি কারণে ওই কিশোরকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায় নি। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।