টানা তিনদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে পরীক্ষা মূলক ভাবে ট্রেন চলাচল শুরু হল ব্যান্ডেল স্টেশন দিয়ে। সকাল সাড়ে নটা থেকে একটি দুটি করে লোকাল ট্রেন চালানো হয় ব্যান্ডেল স্টেশনে। হাওড়ার দিক থেকে এবং বর্ধমানের দিক থেকে ট্রেন আপাতত আনা হচ্ছে ব্যান্ডেল স্টেশনে। নৈহাটি এবং কাটোয়া শাখার ট্রেন এখনও বন্ধ। বিকাল তিনটে থেকে পরিসেবা স্বাভাবিক হওয়ার কথা।