ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার তারাপীঠ স্টেশন রোড চাকপাড়া মোড়ে। রামপুরহাট থানার পুলিশ গতকাল গভীর রাতে নাকা চেকিং করার সময় ধৃতদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০০ টি মোহর (কয়েন), একটি দেশি ওয়ান সাটার পিস্তল, এক পিস কার্তুস, চারটি মোবাইল , সাড়ে এগারো হাজার টাকা নগদ এবং একটি মোটরসাইকেল পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি লাভপুর থানার হাতিয়া গ্রামে। ধৃতদের নাম হাসিমদ্দিন শেখ ,কলিমদ্দিন শেখ ও ডালিম শেখ। পুলিশ সূত্রে খবর ,তারা বহুদিন থেকে লোককে ঠকিয়ে এইভাবে কয়েন বিক্রি করে। তারা তারাপীঠের চাকপাড়া মোড়ে কোন একটা লোক কে ডেকেছিল বিক্রি করার উদ্দেশ্য। সেই সময় পুলিশ গোপন সূত্রে জানতে পারে এবং সেখানে হানা দিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তদের। ধৃত দের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।
Home জেলা
