তিন কৃষি আইন প্রত্যাহার মোদির।
অবশেষে বাতিল হল বিতর্কিত কৃষি আইন।শুক্রবার তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মোদির এই তিনটি কৃষি আইন ঘোষণার পরেই দেশ জুড়ে ব্যাপক আলোড়ন ফেলেছিল।কার্যত কৃষকরা বিক্ষোভে সামিল হয়।এদিন গুরু নানকের জন্মবার্ষিকীতে তিনটি বিতর্কিত কৃষি বিল বাতিল করলেন মোদী। মোদী তাঁর ভাষণে বলেন, ” হয়তো আমাদের তপস্যায় কিছুর অভাব ছিল, যে কারণে আমরা কৃষকদেরকে এই আইন সম্পর্কে বোঝাতে পারিনি।”এই কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি দেশবাসীর কাছে ক্ষমাও প্রার্থনা করেন মোদি।