তিন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, উত্তেজনা দক্ষিণ২৪ পরগনার দাহারানি গ্রামে।

রিপোর্ট: দেবপ্রিয়া দত্ত।

তিন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, উত্তেজনা দক্ষিণ২৪ পরগনার দাহারানি গ্রামে।আটক ৩।

জীবনতলাঃ সোমবার রাত্রি আটটা নাগাদ গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায় দক্ষিন ২৪ পরগনার জীবনতলা থানার দাহারানী গ্রামে। ঘটনায় তিন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় মানুষ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
অভিযোগ এদিন রাত্রি আটটা নাগাদ যখন তৃণমূল কর্মী মাজেদ গাজী মোসলেম আলি মোল্লা, আলমগীর গাজিরাখবর পায় যে এলাকার একটি বাড়িতে কিছু দুষ্কৃতি আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়ে গ্রামবাসীদেরকে সাথে নিয়ে এলাকায় যান এই তৃণমূল কর্মীরা। কিন্তু সেখানে কাউকে পান নি তারা। কিন্তু স্থানীয়রা জানায় কাছের একটি মেছো ভেরির আলা ঘরে আশ্রয় নিয়েছে এই দুষ্কৃতিরা। সকলে মিলে সেদিকে এগোতেই আচমকা তাঁদেরকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা। এতেই গুলিবিদ্ধ হন এই তিন তৃণমূল কর্মী। ঘটনাস্থলে উপস্থিত হন জীবনতলা থানার পুলিশ।কি কারনে এই দুষ্কৃতিরা এলাকায় আস্তানা গেড়েছিল সে বিষয়ে তদন্তের পাসাপাশি এদের পরিচয় জানার চেষ্টা করছে জীবনতলা থানার পুলিশ। পাশাপাশি ৩ জন কে আটক করে জীবনতলা থানার পুলিশ। ঘটনায় ব্যাপক  উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 6 =