তিন দিন নিখোঁজ থাকার পর পানাপুকুর থেকে দেহ উদ্ধার।
বুধবার সকালে বারুইপুর সাউথ গড়িয়া খারুপাতালিয়া গ্রামের একটি পানা পুকুর থেকে উদ্ধার হয় ওই এলাকার বছর ৪৫ এর নীলমণি মন্ডলের মৃতদেহ।গত রবিবার থেকেই নিখোঁজ ছিলেন নীলমণি মন্ডল। পাড়ার কালী ঠাকুর বিসর্জনের দিন মদ খেয়েছিলেন।তারপরের দিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বাড়ি থেকে কিছুটা দূরে একটি পানা পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ। মদ্যপান করে বেসামাল হয়ে পুকুরের জলে পড়ে গিয়ে মৃত্যু, নাকি খুন তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
