তিন দুস্কৃতিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোহীনি কোয়ার্টার থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল বেলঘড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতিরা এর আগেও বারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত বেশ কয়েকটি দুষ্কৃতী কার্যকলাপের সাথে যুক্ত ছিল। ধৃতদের নাম সুরজ সাউ, ধর্মেন্দ্র রায়, মনোজ কুমার রাবানি। ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন বারাকপুর মহকুমা আদালতে তোলা হবে।
