তিন মাসের জন্য বন্ধ হয়ে গেল ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান
বর্ষাকাল মানেই বন্য প্রাণীদের প্রজননের সময় আর সেই কারণে বুধবার থেকে আগামী তিন মাসের জন্য জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল গুলি বন্ধ হয়ে গেল। সেইসঙ্গে জারি করা হল পর্যটকদের জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা। প্রতি বছরের মতো এই বছরেও বন্যপ্রাণীদের প্রজননের জন্য ১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত দেশের অন্যান্য জাতীয় উদ্যানের মত ডুয়ার্সের গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা সহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে হাতি সাফারি ও জঙ্গল সাফারি। এই সময়ে জঙ্গলে প্রবেশ করে জাতে বন্যপ্রাণীদের কেউ বিরক্ত করতে না পারে সে কারণেই বনদপ্তরের তরফে প্রতিবছর নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ থেকে আর তিন মাসের জন্য জঙ্গলে প্রবেশ করে হাতি, ময়ূর ,বাইসন সহ অন্যান্য বন্যপ্রাণী দেখার সুযোগ পাবেন না পর্যটকরা।