তীব্র গরমে সকালে স্কুল খোলার দাবিতে ডি,পি,এস,সি চেয়ারম্যানকে স্মারকলিপি
প্রবল বর্ষণের পর একটানা প্রখর রোদ,প্রবল দাবদাহ চলছে জলপাইগুড়ি জেলাজুড়ে। এই তীব্র গরমে স্কুলে এসে অস্বস্তি বোধ করছে ছাত্র ছাত্রীরা।পড়ুয়া,অভিভাবক থেকে শুরু করে শিক্ষকরা সকালে স্কুল করার দাবী জানিয়েছেন। এমন পরিস্থিতি থেকে পড়ুয়া এবং শিক্ষা কর্মীদের কিছুটা রেহাই দিতে সকালে স্কুল করার দাবীতে শুক্রবার জলপাইগুড়ি ডি ,পি,এস, সির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়কে স্মারকলিপি প্রদান করে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। এই প্রসঙ্গে শিক্ষক নেতা কৃষ্ণ সেন জানান,আমরা ছাত্র ছাত্রী এবং শিক্ষা কর্মীদের বর্তমান পরিস্থিতি থেকে কিছুটা হলে মুক্তি দেবার লক্ষ্যে এই আন্দোলন।অপরদিকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় জানান, গ্রামে টিনের চাল দিয়ে স্কুল, তাপমাত্রা ৪৫ ডিগ্রি উঠে যায় শ্রেণীকক্ষে, খুবই কষ্ট হচ্ছে বাচ্চাদের। পুরো বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষেকে জানিয়েছি।