তুমি না হয় রহিতে কাছে।
‘তুমি না হয় রহিতে কাছে’ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ এ গীতশ্রী সন্ধ্যা মুখপাধ্যায়ের মৃত্যুসংবাদে এই কথাই হয়তো বলেছেন আপামর সঙ্গীতপ্রেমী তথা ভারতবাসি। বাংলা সঙ্গীতের স্বর্ণযুগের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নিভে গেলো সান্ধ্য-প্রদীপ। এসএসকেএম হাসপাতালে ফুসফুসজনিত কারণ এবং শ্বাসকষ্টের কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্থিতিশীল হচ্ছিল শারীরিক অবস্থা। তবে হটাৎই মঙ্গলবার অবস্থার অবনতি হতে শুরু করে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে গানের জীবন শুরু হলেও, পরবর্তীকালে প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে জয় করেছেন বঙ্গ তথা ভারতীয়র মন। শ্রোতাদের উপহার দেওয়া ‘এই পথ যদি না শেষ হয়’, ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা’র মত গান ভরিয়ে দিয়েছে তার পুরস্কারের ঝুলি।
মঙ্গলবার তার জীবনের পথ চলা শেষ হলেও, তার শিল্প তাকে অমরত্বের পথে এগিয়ে নিয়ে যাবে।