তৃণমূলের দেয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির।

তৃণমূলের দেয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির।

ভোটের মুখেই বারংবার একি ঘটনা।বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া এবং খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের সোনারহুলা গ্রামের ঘটনা। গ্রামবাসী সূত্রে খবর,গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে কালি এবং গোবর লেপে দেয়।এভাবেই বেশ কয়েকটি দেওয়ালে কালি দিয়ে এবং গোবর দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে।পরবর্তীতে বারবার দেওয়াল মুছে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নজদেপুর হাড়োয়া রোড প্রায় কুড়ি মিনিট অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।গ্রামবাসীদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে না।আর তা না হলে তাদের এই আন্দোলন জারি থাকবে। ইতিমধ্যেই হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি।তাদের দাবি,সোনারহুলা গ্রামে বিজেপির সংগঠন মজবুত হচ্ছে তাই তাদের কর্মীদের ফাঁসানোর জন্য তৃণমূল কংগ্রেস চক্রান্ত করছে। সবমিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে সোনারহুলা গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 6 =