তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলের খুনের ঘটনায় গ্রেপ্তার তিন।

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলের খুনের ঘটনায় গ্রেপ্তার তিন।

পূর্ব বর্ধমানের আউসগ্রামে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুনের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত তৃণমূল নেতা চঞ্চল বক্সীর বাবা শ্যামল বক্সী যে এলাকার প্রধান, ধৃত হাসানুল মন্ডল ও মনির হোসেন মোল্লা সেই দেবশালা পঞ্চায়েতেরই সদস্য। অপর ধৃত বিশ্বরূপ মণ্ডল ওই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি হিমাংশু মণ্ডলের ছেলে । রবিবার ওই এলাকা থেকে চারজনকে প্রথমে আটক করা হয়। পরে গ্রেপ্তার করা হয়। চারজনকে আটক করা হলেও জেলার পুলিশ সুপার কামনাশীস সেন জানান তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে । চতুর্থ আটক হওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। গত মঙ্গলবার আউসগ্রাম এর ভাতকুন্ডার আগে জঙ্গলের রাস্তায় চঞ্চল বক্সী গুলিতে খুন হওয়ার পরে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছিলেন এই ঘটনায় বিজেপির হাত রয়েছে। দলের লোকজনকে পুলিশ গ্রেপ্তার করার পরে স্থানীয় তৃণমূল নেতারা মন্তব্য করতে চাননি। আজ ধৃতদের স্থানীয় নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রুটিন স্বাস্থ্য পরীক্ষার পর বর্ধমান আদালতে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 9 =